বাক্‌ ১০৮ : শম্পা মাহাতো

ঝড়

ঝড় প্রথম ছুঁয়েছিল গাছের শরীর
গাছ নদী হতে চেয়েছিল।
ফুটে থাকা ফুলগুলোকে অবহেলায়
ছড়িয়ে দিয়েছিল মাটির আলিঙ্গনে।

আলোর সীমানা পার হওয়ার পর
যতটুকু রোদ্দুর মেখেছিল পাতা
তার সবটাই শুষে নিয়েছিল ঝড়।

ঝড় থামল
গাছের আর সালোকসংশ্লেষের ইচ্ছা হল না।
একমাত্র কামনা বলতে রয়ে গেল
ঝড়।


                                                                (চিত্রঋণ : পাবলো পিকাসো)

15 comments:

  1. খুব ভালো লাগল শম্পা।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। ভালো লাগা।

      Delete
  2. অনেক ভালোর নানান টান,,,,,,

    ReplyDelete
  3. ভালো লাগলো অনেক।শুভকামনা~

    ReplyDelete
  4. ভালো লাগলো অনেক।শুভকামনা~

    ReplyDelete
  5. কামনা, ...একমাত্র ঝড় ...দারুণ

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ শান্তনু দা।

      Delete
  6. একদম। কামনা বদলে গেল। শিল্প। লাগল।

    ReplyDelete
    Replies
    1. ভাল‌োবাসা ন‌িও।

      Delete
  7. আবহাওয়া বদলে যাচ্ছে কবিতার...

    ReplyDelete
  8. ঝড় প্রথম ছুঁয়েছিল গাছের শরীর

    আমার কি মনে হয় জানেন -----
    ঝড় প্রথম ছুঁয়েছিলো বাতাসের শরীর

    ReplyDelete
    Replies
    1. আপনার মন‌ে হওয়া ঠ‌িক,ক‌িন্তু এই কব‌িতাট‌িত‌ে,গাছ প্রথমবার ঝড়‌ের স্পর্শ‌ে আসার পর তার অনুভূত‌ি তুল‌ে ধর‌েছে।

      Delete