বাক্‌ ১০৮ : বিপ্লব রায়



টেবিলটাইম

গভীর রাতে একটি সাদা আঁশ দেখেছি। আজও দেখি
আকাশে
আপনি ভিজে গেলেও আয়নার মানুষটি ভিজে
                                                             যাবে না
রাত ব্রাশ করতে করতে দিন ফোটে
মানুষের কোনো নির্দিষ্ট শীতকাল নেই যে পোশাক মোচন করে রাখবে
তাপমাত্রা পুড়িয়ে ফেলে । বরফ
রাগ । মাঝে মাঝে ড্যামেজ
ড্‌ হয়
যে দেশে দুটো বাটির ছাপ নেই সে দেশে পুরুষ
বাস করে

                                                                (চিত্রঋণ : গুস্তাভ ক্লিমট্‌)

13 comments:

  1. বাটির ছাপ না থাকুক | লেখার ছাপ আছে |

    ReplyDelete
  2. ধন্যবাদ । ভালো থাকুন

    ReplyDelete
  3. পড়লাম।যে দেশে.....পুরুষ বাস করে-এই লাইনটি মাথার ওপর দিয়ে চলে গেল।একটু বলবেন?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete