বাক্‌ ১০৮ : শান্তনু বেজ

 


'এই জীবন। তোর উপরে বল গড়িয়ে যাচ্ছে'



একটি ধাতব বল, কুড়িয়ে পেলাম চিলেকোঠায়
চক দিয়ে তার গিয়ে লিখে দিলাম --
               "জীবন যেমন তেমন "

গড়িয়ে দিলাম সিঁড়িগুলো দিয়ে

ঢং-১ম সিঁড়ি।
চং-২য় সিঁড়ি।
টুং,  ঝাঁই,  ধুপ্ , ফটাস্, সাঁই ইত্যাদি শব্দ করে নেমে যাচ্ছে সেই বল
ধুপ্ ধুপ্ - শেষ সিঁড়ি....

এভাবেই আওয়াজ করতে করতে গড়িয়ে যাচ্ছে একতলার দিকে, সেই বল

কান পেতে শুনলাম। সব আওয়াজ গুলো ধাতব নয়। কিছু চটির ছিঁড়ে যাওয়া নকল,  কিছু দর্জির কাপড় ছেঁড়ার মতো কর্কশ,  কিছু বেড়ালের মতো টেরহীন ঝুপপ্, কিছু শ্যামলের বৌএর মতো খ্যাঁক খ্যাঁক

মা ঘর মোছার পর সিঁড়ি মোছবার আগেই ধুপ্ ধুপ্ ....মায়ের পায়ের কাছে বল গড়াচ্ছে
বলটির গায়ে তখন লেগে আছে
দুধের ফ্যানা      গলন্ত লোহার গাদ

মা বলটি হাতে নিতেই
বিনয় মজুমদারের মতো হাত কাঁপতে লাগলো
মা ভয় পেয়ে গেল, বলটি ফেলে দিল
বলটি রাবারের মতো লাফিয়ে পাশের পুকুরে পরে গেল

বলটি আজও পর্যন্ত কেউ খুঁজে পায়নি

শুধু বোঝা যাচ্ছিল, দুটি ব্যোমকেশ সুত্র
১. সিঁড়িতে কোনো আলোর কথা হয়নি
২. আকাশে কোনো আলোর বিনিয়োগ নিয়ে ভাবা হয়নি

বলটি আজও পর্যন্ত কেউ খুঁজে পায়নি

                                                                        (চিত্রঋণ : প্রদোষ পাল) 

28 comments:

  1. দারুণ বলেছে ,,,,,,,,,আকর্ষণীয়,,,,,

    ReplyDelete
  2. অনবদ্য , সকাল বেলায় পড়া প্রথম ভালো লাগা কবিতা।

    ReplyDelete
  3. তোমার খানিকটা ভাষা বদল ঘটছে শান্তনু। তবে ভালো লাগছে। বেশ ভালো। অন্যরকম ভালো লাগা জড়িয়ে গেল।

    ReplyDelete
  4. Replies
    1. হা হা, জাদুকাঠিটি কিন্তু তোমার হাতে

      Delete
  5. খুব রহস্যময় বল(লে) ।

    ReplyDelete
  6. ভাবনায় বৈচিত্র;শেষটা চমকপ্রদ
    অন্তহীন ভাললাগা

    ReplyDelete
  7. বলাটা বেশ লাগলো...

    ReplyDelete

  8. কান পেতে শুনলাম। সব আওয়াজ গুলো ধাতব নয়। কিছু চটির ছিঁড়ে যাওয়া নকল, কিছু দর্জির কাপড় ছেঁড়ার মতো কর্কশ,....


    এখানেই তো চুপচাপ হয়ে গেলাম ।
    তারপর,

    বলটি আজও পর্যন্ত কেউ খুঁজে পায়নি

    ReplyDelete
  9. সাবলীল এই গড়‌িয়ে যাওয়া....

    ReplyDelete
  10. জীবন ও বল নিয়ে এমন কবিতা আগে কখনো পড়িনি। অভূতপূর্ব ! এ কবিতা আম-পাঠকের জন্যে নয়। এই স্টাইলে তাঁকে দীক্ষিত হতে হবে। অনন্য ও স্বতন্ত্র এই কবিতাটি আমার হৃদয় ও মনন দুটোই স্পর্শ করলো।

    ReplyDelete
  11. ভালো লাগলো, শান্তনু।

    ReplyDelete
  12. বলটি তো তুমিই খুঁজে পেলে।

    ReplyDelete
  13. বেশ ভালো তো... উপস্থাপনা সুন্দর... যেন, "কিছু বেড়ালের মত টেরহীন ঝুপপ।"

    ReplyDelete