বাক্‌ ১০৮ : পীযূষকান্তি বিশ্বাস



কার্ভ প্রিয় কার্ভ

যে স্থানে রাখা আছে একটি আদমী
আর সেখানে একটা আম রাখা হলো 
আমি বলতে চাইছি এমন একটি বাগানের কথা
পাহাড়ী কৃষক আর 
এক তার একমাত্র ফলের বাগান 
ত্রিকোন আর খানিকটা ঢালু 

দাঁড়াচ্ছে না, 
কিছুতেই এখানে পাহাড়টা রুখছে না
যদিও তার গা ঘেঁসে উঠে যায় রেখা
বিন্দু বিন্দু দেবদারু নীল থেকে নীলাভ
টেড়া অঙ্গন বরাবর এইমাত্র মেঘ কেটে গেলো 

বড্ড একতরফা
পরিষ্কার হলো যেন হঠাৎ ইউরেকা  
একটা আলো যেন ভিজিয়ে দিয়ে গেলো 
ফুটে উঠছে একটা কার্ভ,
গুচ্ছে গুচ্ছে, অসীম সম্ভাবনার কার্ভ 
নারী শরীর থেকে রক্তিম কোন ফল
দেওয়াল জুড়ে ছবি হয়ে যাচ্ছে
আম থেকে আপেলের বিবর্তন দেখছি

লাল,  টুসটুসে আপেল
আমার হিমাচলী মিষ্টি সুস্বাদু 
মুখের ভিতর দিলে ভিতর গলে যায়

                                                (চিত্রঋণ : সালভাদর দালি)

5 comments:

  1. ভালো লেগেছে,,,,, সাধুবাদ জানাই

    ReplyDelete
  2. দাঁড়াচ্ছে না,
    কিছুতেই এখানে পাহাড়টা রুখছে না
    যদিও তার গা ঘেঁসে উঠে যায় রেখা
    বিন্দু বিন্দু দেবদারু নীল থেকে নীলাভ
    টেড়া অঙ্গন বরাবর এইমাত্র মেঘ কেটে গেলো


    খুব সুন্দর ♥

    ReplyDelete
  3. আম থেকে আপেল
    অনন্য ভাবনা

    ReplyDelete
  4. আম থেকে আপেল
    অনন্য ভাবনা

    ReplyDelete