বাক্‌ ১০৮ : সনৎ মাইতি



পাহাড়

পাহাড়ে ওঠার পথে পড়ে আচারের দোকান

পাহাড়

আমি ভাত খাই এই ছায়া ভরা দিনে
আচার নয়

তোমায় মাখিয়ে...


রড 

টাটা থেকে সেল ঠিক কতটা দূরে? 

তৈরি হচ্ছে বাড়ির হাড়
টাটা নয় সেল

বাড়ির হাড় হার হয়ে আছে...



মৃত্যুতে লিখিত কবিতা  

হাত ছুঁয়ে  ছুঁয়ে দেখি
গরম হাত ঠাণ্ডা হয়ে উঠছে

পৃথিবী জন্মের পর খুব গরম ছিল
তারপর ধীরে ধীরে  ঠাণ্ডা হয়ে ওঠে

ঠান্ডা জলের মধ্যে প্রাণ জন্মায়

হাত ছুঁয়ে ছুঁয়ে দেখি
গরম হাত ধীরে ধীরে ঠাণ্ডা হয়ে উঠছে...


                                                (চিত্রঋণ : প্রদোষ পাল)

13 comments: