বাক্‌ ১০৮ : রেনেসাঁ সাহা


-ল্টো-পা-ল্টা


লেটস পার্টি

লেট নাইট পার্টি শেষ ফাঁকা রুমে তোলপাড় করছে হাওয়া...

বিয়ারের গ্লাস টলছে কিচ্ছু শুনতে পাচ্ছে না অথচ বলেই যাচ্ছে কাকে যেন কীসব...

আমি পাশের ফ্ল্যাট থেকেই শুনতে পাচ্ছি লেগপিসের একলা হয়ে যাওয়া



উড়ান

প্যারাসুটের মত একটা আকাশ উড়ছে এইসব আকাশের চেয়ে কিছুটা উঁচুতে......... সে খুব ফাঁকা আকাশ বুকে গুনে গুনে ৭ টা অ্যাবস আমি সেসবে মাথা রাখতে চাইলে পা পড়ে যায় মহাশূন্যে; আর পায়ের তলায় কিছু না থাকলে যেটা হয়; মানে,..., উড়ে উড়ে ফিরে আসি ছাদে

মাঝেমাঝে ইচ্ছে করে... ছাদকে ফুঁ দিয়ে উড়িয়ে নিই



দিওয়ানি হুয়ি...

সিলভারের ব্যাঙ্গলস...
ঘষলে বেরিয়ে আসে জিনি;

মেয়েটি হেঁটে যাচ্ছে
পোশাকের চেয়ে সুন্দর শরীর নিয়ে
প্রার্থনা করি, যেন রুপোলি নাভি দেখতে পাই সারাজীবন...

-তু-বা----......
-তু-বা----......


12 comments:

  1. আহ্‍। যেন এক স্নিগ্ধ বাতাস। ভীষণ ভালো লাগল।

    ReplyDelete
  2. উড়ান সবচেয়ে বেশী মন কাড়লো।

    ReplyDelete
  3. উড়ান সবচেয়ে বেশী মন কাড়লো।

    ReplyDelete
  4. তিনটিই ভালো লাগলো। তবে উড়ান দুর্দান্ত লেগেছে।

    ReplyDelete
  5. বেশ লাগলো রেনেসাঁ, তোমার কবিতা। সংঘাতিক ভাবে মনে ধরে গেলো 'মেয়েটি হেঁটে যাচ্ছে/ পোশাকের চেয়ে সুন্দর শরীর নিয়ে' ... আহা! খুব মনে থাকবে এই চলে যাওয়া যেন ঠিক যাওয়া নয়... থেকে যাওয়া। থেকে গেলো আমার মনে।

    ReplyDelete
    Replies
    1. কৃতজ্ঞতা জানাই অনেক প্রিয় কবি।

      Delete