বাক্‌ ১০৮ : অভিষেক ঘোষ


ফুলের রক্ত

ঝিনুক থেকে বালি মুছে এলে, রোদের গন্ধে দু চার সিঁড়ি
ধাপ নেমে নেমে পৌঁছে যাওয়ার কথা, এখন ভুলতে বসেছে
সে...
হাসপাতাল থেকে অসুখ মুছে এলে, ডেটলের তুলোয় মাছির
অবিরত ডানা,
উড়তে
         উড়তে,
চিঠি হয়ে ফিরে আসেনি,
ডাকবাক্সে।
তাও খুলেছি রোজ, কিছুর আশায় না বসে থাকা গাছের দল
ছায়া মুছে মেঘ করেছি বৃষ্টিকে। তখন ছুটি খেলার নৌকায়,
ডুব এসেছে জলে
বাসস্টপে ঘুমানো লোক, পাশ ফিরে শহরকে দেখতে কেমন
ছুটে চলা লাগে না, মনে হয় থেমে আছে মাছপরি...
তার হাতে আমার রাত দিয়ে যেও, দিয়ে যেও এই চলন্ত সূর্যকে,
যাকে দেখতে আমার চোখ ওঠে না,
তাও মুখ খুললে, আমি কান্নার মতো করি।
কত কিছু করা যায় দীর্ঘ ত্যাগের মতো। বটগাছ ঘুরে ঘুরে সুতোর পাক
আমি লড়াই দেখি নি। শুধু দেখেছি তরোয়ালে অবশিষ্ট ধার ...রয়েছে
এখনও খিদে পেলে পোষ মানেনি জঙ্গল, মাটির ঘোড়া ছুটতে ছুটতে
আয়নায় গিয়ে চুরমার শব্দ শুনে, নিজের মাথায় হাত দিয়ে বোঝে,
বেশ হয়েছে।


                                                (চিত্রঋণ : জর্জিয়া-ও-কিফে)

35 comments:

  1. মাটির ঘোড়া ছুটতে ছুটতে
    আয়নায় গিয়ে চুরমার শব্দ শুনে, নিজের মাথায় হাত দিয়ে বোঝে,
    বেশ হয়েছে। - ei jaygata maratwok legechhe... Baki kobitao valo .

    ReplyDelete
  2. অসাম অভ‌িষেক। ফাটাফাট‌ি লাগল।

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. বাহ।অভিষেক দারুণ

    ReplyDelete
  5. বাহ।অভিষেক দারুণ

    ReplyDelete
  6. কী সুন্দর করে কথাবুনন ঘটালে অভিষেক। দারুণ।

    ReplyDelete
  7. "কত কিছু করা যায় দীর্ঘ ত্যাগের মত।"
    কি অসামান্য অভিব্যক্তি। সাধুবাদ জানাই কবিকে।

    ReplyDelete
  8. দারুণ।'এখনও খিদে পেলে.....বেশ হয়েছে।'-লা-জবাব।

    ReplyDelete
  9. দু তিনবার পড়তে বাধ্য কর তুমি। বেশ লাগল।

    ReplyDelete
  10. হাসপাতাল থেকে অসুখ মুছে এলে, ডেটলের তুলোয় মাছির
    অবিরত ডানা,
    উড়তে
    উড়তে,
    চিঠি হয়ে ফিরে আসেনি,
    ডাকবাক্সে।

    ভালো লাগলো

    ReplyDelete
  11. বেশ হয়েছে ....মন পুরোটাই রক্তাক্ত ....

    ReplyDelete
  12. বাহ্, ভালো লাগলো।

    ReplyDelete
  13. সুন্দর। কিন্তু ভাই ইন-বক্সে আর কিছু পাঠাবেন না।

    ReplyDelete
  14. সুন্দর সাজানো দৃশ্য। ভালো লাগল।

    ReplyDelete
  15. Ei kobitatijiboner ek ekta muhurtoe atke gelo.ar sesh ta anobodyo

    ReplyDelete
  16. বহুমাত্রিক লেখা। পাশাপাশি দুটি আলাদা অনুভুতি পেলাম পড়ে

    ReplyDelete